তোমায় তুমি ঠিক করিয়া ওজন দিয়া রাখছোনি মন
হতবুদ্ধি মানুষ যারা, ভয় পাইতেছে অগ্নি দাহন ।।
স্বর্গ নরক বেহেশত দোজখ, কেয়ামতেরই শক্ত ভয়
ভাসতে আছে মনের মাঝে, দিবানিশি সব সময়
হয় কি না হয় কে জানে, বলাবলি সব অনুমানে
চলতে আছি সাবধানে, পুলা বুড়া, নর নারীগণ ।।
হাশরের মাঠ পুলের ঘাট, বাকী আছে কয় বছর
ভাবে বুঝি বহুত দূরে, হয় যদি সব একস্তর
যার তার মতে হইতে গেলে, থাকতেছি ঐ ভবের জেলে
ইল্লিন সিজ্জিন মোল্লায় বলে, স্থানের নাহি নিরুপণ ।।
কতদিন বা রইবো হেথা, তারপরে আর যাবো কই
হিসাব করে গনতি ধরে, খবরটা তো কেউ না লই
মৌলবিদের লম্বা ইছনাতে, করে সদায় কর্ণপাত
হয়ে গেলো কিস্তিমাত, ভাবতেছি তাই সর্বক্ষণ ।।
জালালে কয় ধাপ্পাবাজি, যত আমরা শুনতে পাই
বাহিরেতে রং সাজানো, ভিতরেতে কিছু নাই
নিজে খোদায় সবই করে, দোষ পড়ে রয় মানুষের ঘাড়ে
পারবেনা সে কাউকে ছেড়ে, করতে গিয়া পলায়ন ।।