দুঃখি বিনে জানেনা কেউ দুঃখের বেদনা
পতি ছাইড়ে সতী নারীর জীবন বাঁচেনা ।।
মায়ে জানে পুত্রের বেদন, ভাইয়ে জানে ভাই কেমন ধন
আমি আমার মদনমোহন বিনা প্রাণে বাঁচিনা ।।
যার জন্য অরণ্যবাসী, সকল দোষে হইলাম দোষী
না দেখে তার মুখের হাসি, তিলেক রইতে পারি না ।।
যৌবনে যন্ত্রণা দিয়া, গিয়াছে কই পলাইয়া
প্রেমানলে পুড়ছে হিয়া, প্রাণে তো আর সহেনা ।।
বিরহীণী কেঁদে বলে, ঘর ছাড়াইয়া বাইরে নিলে
এখনও তুই দেখা দিলে লয়ে যাইতাম সান্তনা ।।