জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৭০১

আমার এই গান গাওয়াটা নয়তো কভু ভুল
কোন আকাশ নীলায় ডুবে আছে, এ মোর সুরের মূল ।।
নদীনালার কলগীতে, বেড়েছে সে আমার চিতে
এ যে আকূল হয়ে কোন সুদূরে, পেতে চায় অসীমের কোল ।।
এ দেশেরই ভালবাসা, এ গানে মোর পেলো ভাষা
আমি তাই বাউল সাজিয়া, ভালবাসি দেশের ধুল ।।
জালালের এই ছন্নছাড়া, বেহিসাবী জীবনধারা
মাটির রসেই ভিজে আছে, যেমন শিশির ভিজায় ফুল ।।