জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩০৭

সান্ধ্য সমীরে যমুনারই তীরে
কোথা এলাম হায় পথ ভুলিয়ে
ব্যাকুল জীবনে পরেরই কারণে
গিয়েছি সব হারাইয়ে ।।
দিন থাকিতে নাহি করিলাম
অচেনা এই পথের অন্বেষণ
করে আকুলি ব্যাকুলি গায়ে ধুলাবালি
খেলিতে খেলিতে গেলো এ জীবন ।।
বিশাল সলিল রাশি
সম্মুখে চলেছে ভাসি
নাহি জানি সাঁতার, কীসে হবো পার
অবাক হয়ে আছি দাড়াইয়ে ।।
পায়েতে বেড়ী, বুকে বেদনা
শিথিল অঙ্গ, হয়েছি দুর্বল
মাঝে মাঝে টানে, নয়নেরই বাণে
যেজনে কাড়িয়া নিয়েছে সকল ।।
সে আমায় দিলোনা বিদায়
বিপদে আর নাইরে উপায়
তুমি নিজগুণে প্রেম আলিঙ্গনে
জালালকে নেও টানিয়ে ।।