আরে ও ভাটিয়াল গাঙ্গের নাইয়া
ঠাকু ভাইরে কইয়ো আমায় নাইয়র নিতো আইয়া ।।
ঐ না ঘাটে বইয়া রে কান্দি, দেশের পানে চাইয়া
চক্ষের পানি নদীর জলে যাইতেছে মিশিয়া রে ।।
কোন পরাণে আছে রে ভাই, আমায় পাশরিয়া
জঙ্গলারই বাঘের মুখে, গেলো নির্বাস দিয়া রে ।।
এই বাইশ্যাতে নাহিরে নিলে, গলায় কলসি বান্ধিয়া
ঐ না গহীন গাঙ্গের তলায় মরিবো ডুবিয়া রে ।।
জালালে কয় আর কতদিন থাকো সইয়া রইয়া
জল শুকাইলে নিবেরে নাইয়র বাঁশের পালঙ্ক দিয়া রে ।।