কি দিব যে তার তুলনা, এমন সুন্দর কেবা আছে
জীবের জীবন হৃদয়মোহন, সে বিনে কি পরাণ বাঁচে ?
রুপসিনী বলছে সদাই, আমার মত সুন্দরী নাই
তুচ্ছ নারী রুপের বড়াই, সামান্য এক ফুলের কাছে ।।
অভিমানী ময়ূর পাখি, আপনার চরণ দেখি
পেখম ছেড়ে বলছে একি, আমার মস্ত দোষ রয়েছে ।।
চন্দ্রেতে কালিমা রেখা, সেও তো বটে ভাবছে একা
হয়তো চতুর, নইলে বোকা, যে আমাকে গড়িয়েছে ।।
যার এক বিন্দু রুপের ছটায়, ত্রিভুবনে সব দেখা যায়
পূর্ণ জ্যোতি কেমন বা হায়, বিচার করে দেখনা পাছে ।।
জালাল সেই রুপের নেশায়, যেসব পন্থা খুজে বেড়ায়
কেউ যদি তা জানিতে পায়, পাগল বলে উঠবে নেচে ।।