জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৭৯

মৃত সঞ্জীবনী সুধা, পান করিলে ভবক্ষুধা
বারণ হবে জন্মের মতো, খেয়ে যা তুই একটু করে ।।
মুর্দা তোমার অন্তর আত্মা সজীব করে তোলো ক্রমে
হঠাৎ করে এখান থেকে, নিতে নাহি পারবে যমে
নরক ছোয়া নোংরা ধোয়া, সরায়ে নেও আঁধার কুয়া
গৃহীনি তোর কাছে শোয়া, রেখে নেও আনন্দ ভরে ।।
আসবেনা আর এ সংসারে, অনুতাপের ভয়ভীতি
সুন্দর পিয়ারী সনে, করো শুদ্ধ প্রেম পীরিতি
রাতদিন থাক ফুল্লমনে, ভেবোনা আর এ জীবনে
বেহেশতো তো এইখানে, সুখেতে খাও ভোগ করে ।।
রয়ে যা তুই সত্যলোকে, একটু যেন পাপ কালী
লাগেনা আর কোনো অঙ্গে, জলাল গেছে তাই বলি
ন্যায় অন্যায়ের হিসাব নিয়া, নিজের মধ্যে বিচার দিয়া
পড়ে থাক শুদ্ধ হইয়া, ফাঁকা বুলি একদম ছেড়ে ।।