বাঁকা শ্যামের বিরহে গো, প্রাণ ললিতে
রইয়া রইয়া মন ঝুরে ।।
সখিরে, বাঁশের না পাতা যেমন, বাতাসেতে নড়ে
মুই অভাগীর অন্তর সদাই নারকেল কুড়া কুড়ে গো ।।
সখিরে, মুচ্ছিয়ার লাগিয়ারে চিল, আকাশেতে ওড়ে
উইড়া উইড়া ফিরি আমি, ঐ না বিজন পুরে গো ।।
সখিরে, চন্দ্র সূর্য তারা কতই, দেখি নয়ন ভরে
চেংড়া বন্ধু রইলো আমার দূর দেশান্তরে গো ।।
সখিরে, বিরহিনীর বাড়ির আগে, বাতা ঝাউয়ের বন
ঝাকে আসে মনিয়া পাখি, করতে অন্বেষণ গো ।।