ঘরবাড়ি ছাড়িলাম রে নদীর পাড়ে ঘুরি রে
সাগর সেচিলাম রে মানিক পাইবার আশে
সখিরে, না খাইলো জঙ্গলার বাঘে, না খাইলো কুম্ভীরে
হায়রে না খাইলো কুম্ভীরে
মুই অভাগী ঘুইরারে ফিরি, ঐ না দরিয়ার পাড়ে রে
মানিক পাইবার আশে ।।
সখিরে, যৌবন জোয়ারের পানি, রুপ গেলো তার পাছে
হায়রে, রুপ গেলো তার পাছে
মুই দুঃখিনীর দুঃখ দেইখে, কান্দে পানির মাছে রে
মানিক পাইবার আশে ।।
সখিরে, মাখিলাম কলঙ্কের কালি, চন্দন জানিয়া
হায়রে চন্দন জানিয়া
লোকের মন্দ গোলাপ গন্ধ অলঙ্কার পরাইয়া রে
মানিক পাইবার আশে ।।