কঠিন বন্ধুরে, সুখে না রইতে দিলা ঘরে
সাজাইয়াছো পাগলিনী, থাইক্যা দেশান্তরে ।।
কহিতে পাঞ্জর ফাটে, মুখে নাহি রাও
নিরবধি ডাকিরে বন্ধু, ফিরিয়া না চাও
নয়ন ভরিয়া একদিন না হেরিলাম তোরে ।।
দারুন কোকিলার রবে, শরীর হইলো কালা
যৌবনে সহিলাম কত পীরিতের জ্বালা
স্থিতি নাই মনুরা পাখি, এই দেহের ভিতরে ।।
মুই যদি জানতাম আগে, এত কঠিন হিয়া
নগরে না দোষী হইতাম, সকল তোরে দিয়া
বসন্তে জালালি ফুল ফুইট্যা ফুইট্যা ঝরে ।।