জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৬৭

তুমি ছাড়া ভবার্ণবে, আমিত্বটা কিছুই নয়
তোর বিচারই তুই করিবে, আমার কিবা আছে ভয় ?
তুমি না জাগিলে প্রভু, আমি না আসিতাম কভু
সাধ মিটেনা তোমার তবু, এ জ্বালা কি প্রাণে সয় ?
বাসনায় বিভক্ত হলাম, তোমায় ছেড়ে বাইরে এলাম
তোমার হাতেই রেখে দিলাম, সৃষ্টি কিংবা স্থিতি লয় ।।
আসা যাওয়া জন্ম মরণ, বারে বারে পুণর্গঠন
তোমায় বিলীন হবে যখন, কেউনা ফিরে কথা কয় ।।
আমি বলতে নাই কিছু আর, সর্বংসত্ত্বা বিশ্ব তোমার
জালাল হয়ে জাগিসনা আর, লীলার ছলে কোন সময় ।।