জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৪৮

মানুষের বিচার করতে গেলে, কীসে তুমি হও প্রধান
নিজের ইচ্ছায় সৃষ্টি করে, দিতে চাও কেন অপমান ।।
তুমি আল্লা মস্ত বড়, এত ক্ষুদ্রের হিসাব ধরো
একটু নাহি লজ্জা করো, সকলই যে তোমার দান
অন্তরে বাসনা দিয়া, কত কিছুই নেও করাইয়া
ছেড়ে দিলেই যাই মরিয়া, ভিতরে থাকে প্রাণ ।।
তুমি একটা রাজ রাজেশ্বর, লইতে চাও কেন কীটের খবর
ছি ছি এরা যাউক বরাবর, যার যেখানে বাড়ে মান
তুমি তোমার সমান পাইলে, জব্দ করো কলকৌশলে
মান থাকবেনা তা নাহলে, গাইবেনা কেউ গুণগান ।।
শুনতে আছি মরলে পরে, মানুষের আত্মা পৃথক করে
পাঠাইবে রোজ হাশরে, দাড়িপাল্লায় খাড়া মিজান
তার মধ্যে ওজন দিয়া, বেহেশত কি দোজখে নিয়া
রাখবে খুবই শাস্তি দিয়া, কতদিন তার নাই প্রমাণ ।।
সত্যই তুমি বড় হইয়া, সকলেরই সাথ মিলিয়া
সারে আলম মুঠে নিয়া, অন্তর ছাড়া পাওনা স্থান
যাহার ঘরে থেকে গেলে, তারে যদি দেও নিয়া জেলে
তবে জালাল উদ্দীন বলে, নাই কীরে তোর ভদ্রজ্ঞান ?