হয়েছি এমন মলিন বদন
কই গেলো সে মুখের হাসি ।।
বন্ধুহারা পাগলিনী, মনে নাই মোর সুখ
বিরহ আগুনের তাপে, শুকায়েছে মুখ
জাত কূল মান পড়ে থাকুক, ঘর ছেড়ে আজ পরবাসী ।।
কথা কইতে লোকের সনে, না লাগে তার ভালো
হৃদি রাজ্য অন্ধকার, বিনে চাঁদের আলো
ব্যার্থ যায় মোর ইহকাল, থাকতে যৌবন রুপরাশি ।।
একদিন যারে দেখেছিলাম, পড়ে আজো মনে
লক্ষ তারা বিরাজিত ছিলো দুনয়নে
ভুলে গেছে এ জীবনে, ভালোবাসায় দিয়ে ফাঁসি ।।
জালাল কয় তার নাই বিস্মরণ, চেয়ে দেখ ঐ
যারে তুমি তালাশ করো, আমি সে যে হই
তোরে ছাড়া ভিন্ন আর নই, কান্না শুনলেই দেখতে আসি ।।