জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬১৫

বাজিকরের পাল্লায় পড়ে জীবন ভরে
একদিনও আর সুখ পেলেম না ।।
ঘুরাইয়া নেয় দেশ বিদেশে, এক নিমেষে
আমারে আর বিশ্রাম দেয়না
ভালো মন্দ কতই করায়, রাস্তা দেখায়
কোনও দিন কোথায় হইতাম রওয়ানা ।।
এইটা একটা আস্ত পাগল, পাই না লাগল
নাই কোনো তার ঠিক ঠিকানা
তার কথার ঠিক নাই, করে কি তাই
কিছুতেই আর ধরা যায়না ।।
পাকে আল্লা পাঞ্জেতন, সাঁই নিরঞ্জন
পাক ছাড়া তাই বোঝা যায়না
লাতাজাক্কু আনফুছাকুম দিছে হুকুম
নফসকে আর পাক করোনা ।।
নাপাকিতে আছে সদায় নাফসে খোদায়
নাপাক ছাড়া একদম রয়না
তবে এসব বাজে কথার মূল্য কী আর
জলাল কিছুর ধার ধারেনা ।।