হৃদয় বৃন্দাবনে আইলো কৃষ্ণ কালা রাই কিশোরী
নিত্য লীলা কদমতলা, সার করেছে আপনি হরি ।।
ন্যায় নিষ্ঠাতে জ্ঞান ভক্তি আর মমতাকে নিয়া
তুষ্টি প্রীতি প্রকৃতি এই অষ্টজন মিলাইয়া
যাহার তাহার ভাব রাখিয়া, সুখে থাকে দিন শর্বরী ।।
চক্ষু মধ্যে কালাচান তোর ধ্যান করে লও সদা
চৈতন্য আর নিত্যানন্দ নাক কানেতে বাধা
মুখে থেকে বোধ সুভদ্রা কথা ফোটায় তাড়াতাড়ি ।।
নারদমুণি জিহ্বায় বসে কত কিছুই কয়
নীচে থেকে স্বরস্বতী পাইতে আছে ভয়
হয় কি না হয় তার পরিচয়, চেষ্টা রাখো জনম ভরি ।।
মায়াবী রাক্ষসী আছে আরো ডাকিনী যোগিনী
কিশোরী ভৈরবী কত ভূত আর প্রেতিনী
জালালে কয় পরশমণি তারাই নিলো করে চুরি ।।