জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৮৫

যত সব অন্ধরে ভাই, অন্ধে ভরা এ সংসার
চক্ষু আছে দৃষ্টি তো নাই, চতুর্দিকেই অন্ধকার ।।
অন্ধে বলে ওরে অন্ধ, পথ দেখিনা, লাগছে ধন্ধ
মনে করে বেশ পছন্দ, লেংটি ধরাই হলো সার ।।
রাজা বাদশা উজির আমলা, সবের মধ্যেই অন্ধের মেলা
আনন্দে করিছে খেলা, চিন্তা নাহি আছে কার ।।
অন্ধে অন্ধে ধরাধরি, লাগছে শক্ত মারামারি
কখনও বা চড়াচড়ি, দেখতে মজা চমৎকার
পা আর লাঠি সার করিয়া, অন্ধেরা সব যায় চলিয়া
শুধু কানা মরে হোচট খাইয়া, জালাল উদ্দীন কহে সার ।।