আমার কইয়া জীবন লইয়া, আছি একটা ভুলে পড়ে
এ ভুল আমার ভাঙলোনা যে, এই সারাটা জীবন ভরে ।।
তুমি বিনা মুই কিছু্ই নই, আমি তুমি কারে বা কই
তুমিই শেষে আমি যে হই, দুজন আছি এক আকারে ।।
রাজা হয়ে রাজ্য চালাও, ভিক্ষা চেয়ে দ্বারেতে যাও
কত করে দিনটা কাটাও, দোষ ফেলিয়া আমার ঘাড়ে ।।
থাকবে যদি থাকো তুমি, না থাকিলে চাইনা আমি
কয়েক দিনের জীবন স্বামী, ইচ্ছা হলেই যাবে ছেড়ে ।।
তুমি আছো, আমি যে নাই, ঘুম পাড়ায়ে খেলিছো লাই
জালালে কয় যেদিন পালাই, রইবেনা আমাকে ছেড়ে ।।