জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৬৭

কত আশা ছিলোরে বন্ধু, কত আশা ছিলো
আগে না জানিয়ে পাছে না বুঝিয়ে, জীবন ভরিয়ে কাঁদিতে হইলো ।।
যৌবন সময়ে কত সহ্য করে, অপরের ঘরেতে দিন গেলো
আসিবে বলে আশাতে রাখিলে, নিরাশ করিলে হইতো ভালো ।।
গেলো দিনমণি আসিলো রজণী, তবে আগমনী কতই বাজিলো
কত যে বসন্ত গেল নাহি অন্ত, প্রাণ কান্ত বিদেশেই রইলো ।।
জালাল উদ্দীন বলে মরণ কালে, দিও হাতে তুলে পথের আলো
মুখপানে চাহিও হাসিয়া কহিও, হৃদয়ে বসিও কথা ফুরাইলো ।।