জগৎ ভরে কান্না হাসা, ভালবাসা
করতে মানুষ ভাও পাইলোনা ।।
নিশিদিনে ওঠে মনে যার কারণে
থাকতে আছে মন দেওয়ানা
শুদ্ধ প্রেমের অনুরাগে, সকল ত্যাগে
কয়জন করে সেই ধ্যান ধারণা ।।
দিন গেলে খুব আফসোস করে, আপন ঘরে
সময় থাকতে খুজতে যায়না
এই জগতের এমনি ধারা, বুদ্ধিহারা
দিন থাকতে চৈতন্য হয়না ।।
বুকের দুইটি কমল মাঝে, সুন্দর সাজে
রমণীর গৌরব নিশানা
বৃথা এই নারীজন্ম, আসল কর্ম
এই কথা যার নাহি জানা ।।
শক্তি সবই চলে গেলো, দিন ফুরালো
জালালের মন হুশ হইলোনা
সেই দিন আর আসবেনা ফিরে, ধীরে ধীরে
দেশের পানে হলেম রওয়ানা ।।