প্রাণেরই কালিয়া দেখা দেও আসিয়া
আর কতকাল রইবে দূরে ।।
শ্মশানে মশানে ফিরি, হইয়া বেখবর
কত কষ্ট পাইতেছি, জানে মোর অন্তর
সুখি তুমি প্রাণের ভিতর, আমারই হৃদয়পুরে ।।
বিরহে জ্বলিবো কত, ওহে প্রাণ কানাই
তুমি বিনে এপার ওপার সঙ্গের সাথী নাই
ডুবাডুবি খেলতেছি লাই, পড়ে অকূল সমুদ্দুরে ।।
সুখের লাগি ঘর বাধিয়া কান্দন হইলো সার
তোমার কর্ম করতে এসে, করে যাই আমার
স্বভাবের দোষ গেলোনা আর, স্বভাব তুমিই দিচ্ছো মোরে ।।
জন্ম যদি দিয়ে থাকো, পাওনা কড়ি নিতে
এই তারিখে জালাল উদ্দীন পারলোনা আর দিতে
আবার যদি হয় আসিতে, কিছু নাহয় দিবো তোরে ।।