জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৯৭

ঘুম দিয়েছো রিপুর দেশে, মন রঙ্গের বসতি
আসল কাজের উপায় কী ।।
দরিয়া পাড়ি দিতে হবে, সঙ্গে না কেউ যাবে
জোর করিয়া লইয়া যাবে, খাটবে না মিনতি
মাঝি মাল্লা ঠিক করলেনা, কে হবে রে কাণ্ডারী ।।
একটু চিন্তা নাই তোর মনে, এলে কি কারণে
লাভ হলোনা কানাকড়া, আসলেই ডাকাতি
জালালে কয় আজ অবধি, গেলোনা মোর পাগলামি ।।