জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫১৬

মানুষে না বুঝবে খোদা, তোমার এইসব চালাকি
সব দিয়েছো হাতে হাতে, সারে আলম রইলো সাক্ষী ।।
ভিতরেতে মৃত্যু রেখে, করলে বিষবৃক্ষ তৈয়ার
এখন আর লাগেনা কিছুই, আপনি চলে এ সংসার
ভাব সাগরে খেলছো সাঁতার, তাই তোমায় অন্তরে রাখি ।।
পয়লা থেকে গোনতি ধরে, মানুষ যত এই লাগাত
কম বেশী হয় করে গেছে, ভগ দুয়ারে বীর্যপাত
যার নামটি আবে হায়াত, এর মধ্যেই তোর আল্লা কি ?
রক্ত বীর্য ধাতু নিয়া, জীবকে তুমি জন্ম দিয়া
এর ভিতরেই বাস করে যাও, নানা রঙ্গে সাজিয়া
খুজে কেউ না পাইলো গিয়া, কেঁদে হারা দুই আঁখি ।।
নারী যদি না হয় সুন্দর, মন রয়না তার পরিস্কার
জীবনে না ঘোচে তাহার, অন্তর হইতে অন্ধকার
আলোক পেতে আশা দিয়া, শেষে গিয়া দেও ফাঁকি ।।