জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৪০

তুমি যে পরম সত্য, আমি পূর্ণ মিথ্যাতে
জগতে সব কথার কথা, অন্ধের মতই ঘুরিতেছে ।।
যত কিছু পাপ করিয়া, কলঙ্কিত হয় মানুষ
তোমারই ঈশারা দেওয়া, তোমাতে রয় সকল দোষ
গেলে তারই সার মীমাংসায়, তোমার ঘাড়েই দোষ চাপায়
রাগ করোনা আমার কথায়, ক্ষমা চাও আজ মানুষের কাছে ।।
মানুষেরে হীনচেতা দিনদিন করে নিছো সারা
চুরি জারি হারামখোরি, কই থেকে আজ আনলো তারা
তুমি যখন সঙ্গে থাকো, খবর কেন নাহি রাখো
সর্বদা সব চক্ষে দেখো, সামনে সবই পড়িতেছে ।।
শিকলবাধা চরণ নিয়ে, বদ্ধ আছি মায়াজালে
যখন যেমন তখন তেমন, চলিতে হয় তোমার তালে
বাতাসে পাল তুলে দিয়া, যাইতেছি পাহাড় ছেদিয়া
শেষকালেতে কোথায় নিয়া, রাখবে তোমার মনে আছে ।।
দুনিয়ার এই অতিথখানায়, যে যাহারে সাক্ষাত পাইলো
তার ভাবেতে সময়মতো ভাবের লেনদেন হয়ে গেলো
খাটলোনা কার কোনো দাবী, তোমার হাতেই তালাচাবি
জালালে কয় ভাবের ভাবি, চিরদিন তুই থাকবি পাছে ।।