জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৩৯

কোরাণ দেইখ্যা আল্লা চিনে, নামাজ রোজা গেলো করে
দেখছিনা কেউর দরগা হইতে, মৌলবিদের কব্বরে ।।
গুণ্ডা যত গুর্দাবাজ, ফেলে দিয়া তখতো তাজ
ফকীরি পাগলের সাজ, লইয়া জংলায় বসত করে ।।
শরীয়তের ভয় নাহি করে, মলমূত্র গায়েতে মাখে
গোনার বাইরে পড়ে থাকে, উল্টা কর্ম জনম ভরে ।।
এদেরই অন্তরে ফয়েজ, বিচার নাহি উম্মি হাফেজ
পাইতে পারে সেই মহাতেজ, মানুষের দয়া হলে পরে ।।
খোদা কোথায় কেমনে আছে, জানতে হয় তাই পীরের কাছে
পীর বিহনে খোদা মিছে, না দেখিলে নয়ন ভরে ।।
জালাল উদ্দিন মানুষের কাছে, শান্তি দয়া চাহিতেছে
ভাগ্যে জানি কিবা আছে, রহিলো যে আশার ঘরে ।।