আজ আমার কিসের আপদ, কীসের বিপদ
ভাবনা আবার কীসের তরে ।।
দুনিয়ার এই ধাধায় পড়ে মোহের ঘোরে
ঘুরছি কত জনম ভরে
করেছি কতই কর্ম, ধর্মাধর্ম হিসাব নিকাশ কেবা করে ।।
শাস্ত্রে কয় আছে নিকাশ, হয়না বিশ্বাস
কর্মফলেই সঙ্গে ঘোরে
ভাবনা কি আছেরে আর, তুমি যাহার বিরাজ করো হৃদয়পুরে ।।
এবার আমি ঠিক বুঝেছি, ঠিক ধরেছি
তোর খেলা কেউ বুঝতে নারে
সকলই যে তোমার বটে, ভবের হাটে দোষী আমি অহঙ্কারে ।।
এই ভবে আমার আমার করবোনা আর
তোমাতেই সব দিছি ছেড়ে
দেখা দেও স্বরুপ নিয়া সরল হইয়া, জালালকে আজ স্মরণ করে ।।