মানুষে মানুষ আছে, পাপী তাপী সবার কাছে
প্রেমিক নইলে চিনবে কীসে, প্রেমের মহাজন ।।
মানুষের ছুরত, তার মধ্যে কুদরত
সেই জন্য ভজিতে হয় মানুষের চরণ
বেদ কোরাণে পাই, সে বিনে ভরসা নাই
তাহাতে ভাবনা করো সাঁই নিরঞ্জন ।।
ভেবে দেখ বিচারে, ফেরেশতায় সেজদা করে
করিবে অনন্তকাল, সৃষ্টি যতক্ষণ
হয়েছে নাফরমান, মোকরুম শয়তান
মানুষরুপে পেরেশান, জালালের মন ।।