সসাগরা বসুন্ধরা, মন রাজার দখলে আছে
জ্ঞান পুরোহিত তার বিপরীত, যুক্তি দেয় বসিয়া কাছে ।।
গোসাই চৈতন্য রহে বিবেকেরই সাথী
সম দম তপ যশ, ঘরে জ্বালায় বাতি
মুদবে কবে চোখের পাতি, জানতে কেউ না পারিয়াছে ।।
চৌদ্দ ভুবন লইয়া যেজন পরম পুরুষ হয়
রক্ত বীর্য পিত্ত রুপে, তিন আকারেই রয়
তিনেতে এক, একে তিন হয়, সার মীমাংসা যার হয়েছে ।।
দেহ রাজ্যে শান্তি রক্ষা করিবার দায়
চব্বিশ জন দারোগা থাকে, আঠারো থানায়
শাসনদণ্ড হাতে উঠায়, দিবানিশি ঘুরিতেছে ।।
পশু পাখি যক্ষ রক্ষ, দানব আর কিন্নর
জল বন্য জন্তু কতই, চক্ষের অগোচর
মাঝখানে বসতি তোর, সে কথা আজ ভুল পড়েছে ।।
হাত পাও নিয়া আইলে জালাল, মানুষ দাবী করে
মানুষ পশু প্রভেদ কীসে, না গেলে বিচারে
খুজতে থাকো পুথি ছেড়ে, যতদিন তোর জীবন বাঁচে ।।