রওজা শরীফ দেখনে আয়া, কই হামারা হাবীব নূরী
যোদাই তোমার কলিজা পারা, ছিনায় বাজে বিষের ছুরি ।।
ছের ঝুকাইয়া তাজিম তোমারা, দরজাতে মুই আজি খাড়া
দিদার নইলে জিগার জ্বলে, গলে বান্ধা এশক ডুরি ।।
চাদনী ছুরত কুরেশী দেওয়ান, বাজে ডঙ্কা ওড়ে নিশান
নূরের জ্যোতে হামেশা ঝলকে, সোনার মদীনা পুরী ।।
ওঠো হযরত বদন তোলো, রহম দেলে চশম খোলো
দেল লাগায়ে কথা বলো, জালালে চাহে মাপ কসুরী ।।