সময় আর এই শূণ্যটারে ভাবতে গেলেই বাঁধে গোল
এটাই কি সব সৃষ্টি কারণ, এটাই কি সব মূলামূল ?
যত দেখি এ সংসারে, বদ্ধ সীমার কারাগারে
সময় শূণ্য মুক্তধারে, আদি অন্ত নাইরে কূল ।।
সব ফোটে এ দুয়ের মাঝে, ব্যাস্ত আছে ঘোড়ার কাজে
কইতে নারি লোক সমাজে, তুলছে সবাই ভুলের ফুল ।।
নাই যে আকার, নাই যে বিকার, এই কিরে হয় সেই নিরাকার
ভেবে দিশা পাইনা যে তার, পাকছে আমার মাথার চুল ।।
কার ভাবনায় সূর্য এলো, গ্রহ তারা সব যে হলো
আগুন পানি মিশে গেলো, কে সেই ব্যাথার ফোটায় হুল ?
ভাবতে এসব নয়রে সোজা, জীবন সৃষ্টি যায় না বুঝা
কোন গরজীর গরজে হায়, করেছে এই ভীষণ ভুল ।।