জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৯২

জীবনেরই তরে, ভাবো যেয়ে তারে
যেজন তোমারে ভালোবাসে ।।
আপনা হতে যিনি, স্নেহ করে দিন রজণী
তারই শুদ্ধ মহাপ্রাণী, তোর অন্তরে ভাসে
নামের আশ্রয় ধরো, সাধন সিদ্ধি করো
প্রেমময়ের প্রাণ হয় পূর্ণ অভিলাষে ।।
পঞ্চ প্রেম পঞ্চভাবে, সাধিলে তুই শক্তি পাবে
প্রীতিকলা পূর্ণ হবে, হৃদি আকাশে
শিষ্য গুরু সম্বন্ধ, স্বামী স্ত্রীতে বন্ধ
পরম আনন্দ পাইবে শেষে ।।
ভেবনা কঠিন বলে, ভেড়ার শিংয়ে হীরা গলে
নামের বলে গহীন জলে, পাথরও ভাসে
শুদ্ধ ভক্তিযোগে, প্রেমের অনুরাগে
পূর্ণ সোহাগে যাওরে মিশে ।।