জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৯৩

চিত্তচোরা বন্ধু আমার রহিলো কোন দেশে গো বেদনি সই
আমি যে কান্দিয়া মরি, দূরের পরবাসে ।।
সখিরে, মনের কথা কেউ না জানে, পোড়া মন বুঝ না মানে
বন্ধুহারা হইয়া আমি ফিরি পাগল বেশে
পেয়ে বন্ধের ভালোবাসা, ছাড়িলাম সংসার আশা
এবার আমার দশম দশা দেইখ্যা যাও এসে গো ।।
সখিরে, যৌবন মালঞ্চফুল, শুকাইলো ডালে মূল
দিন ফুরাইলে সোনার পুতুল পাবো কই শেষে
ছিলাম আমি কূলবধু, নূতন যৌবন ঘৃত মধু ।।
অযতনে নষ্ট হইলো অঙ্কুর বয়সে গো ।।
সখিরে, নাই বলে মোর মনে পড়ে, যে যত কয় ধাধায় পড়ে
থাকলে হয়তো এতদিন আর রইতোনা বিদেশে
বাতাসে জানাইতো খবর, বসত করে কোন শহর
জালালের পোড়া অন্তর, শীতল হবে কীসে গো ।।