ছোটবেলার কথারে বন্ধু, গিয়াছো ভুলিয়া
মনে কি পড়েনা তোমার, গেছিলা কি কইয়া রে বন্ধু ।।
কুল ছাড়িলাম কোল পাইতে, কুলে হইলোনা ঠাই
আশার আশে এই জগতে, ছাড়লাম বাপ ভাইরে বন্ধু ।।
মইরা গেছে গোলাপের গাছ, ঝইরা গেছে ফুল
ফুলের বাসে উদাস রহে, বিরহী বুলবুল রে বন্ধু ।।
বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, হইলাম কলঙ্কিনী
একবার এসে দেখিয়া যাও, আমি অভাগিনীরে বন্ধু ।।
আপন কইতে আর কেহ নাই, ফিরছি একা একা
আশা রইলো প্রাণ থাকিতে, পাইতাম তোর দেখারে বন্ধু ।।