পয়সার মত এত ভালো, আর তো কিছুই নয়
যারে পেলে হাত বাড়ায়ে কাষ্ঠের পুতুল কথা কয় ।।
তালুকদার কি জমিদার, ডিপটি মুন্সেফ ব্যারিষ্টার
পয়সা বিনে সাধ্য কার, চশমা দিয়ে বসে রয় ?
লোহার সিন্দুক টিনের বাড়ি, টেবিল চেয়ার আলমারী
গয়না পরা সুন্দর নারী, ঘোমটা টেনে কথা কয় ।।
বাহির বাড়ি রঙ্গমহলে, রাত্রদিবা পাখা চলে
ভদ্রলোকের দলে দলে আসা যাওয়া সব সময়
ঐযে পয়সা ঐযে টাকা, লতায় পাতায় ছবি আঁকা
না থাকিলে বেচে থাকা, নিতান্তই কষ্টের বিষয় ।।
মক্কা কি মদীনা চল, গয়া কাশী যতই বল
পয়সা হলে সিধে চল, নইলে কি আর যাওয়া হয় ?
পয়সা দিলে দেবতার মন, তুষ্ট থাকে সর্বক্ষণ
স্বর্গে যাইতে নাই বিড়ম্বন, হাত বাড়ায়ে টেনে লয় ।।
আয়রে পয়সা হাতে আয়, জগতই তোমারে চায়
ফকির দরবেশ পীরের দরগায়, তোমারই দক্ষিণা লয়
জালালে কয় ভুলরে ভুল, গোলের ভিতর মহাগোল
অশান্তির মূলামূল, ভেবে দেখেন মহাশয় ।।