জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৯

বাইরে আলো ঘরে আঁধার
মানবদেহ কলিকাতা, অতি চমৎকার ।।
চৌষট্টি গল্লির মাঝে, ষোলো জন প্রহরী আছে
তিনশত ষাইট নম্বরে, রাস্তা হয় বাহাত্তর হাজার ।।
মেজাজ খারাপ মির্জাপুরে, লাল বাজারে নিশান ওড়ে
বৌ বাজারে গেলে পরে, জীবন রাখা বড়ই ভার ।।
চিন্তাগারদ আলীপুরে, হাটখোলা হুগলীর পাড়ে
বেলুড় মঠে কালীঘাটে আছে তিনজন অবতার
খাসা লালদিঘির পানি, ধর্মে কয়না মিষ্ট শুনি
ধরমতলা ত্রিমোহনী, গড়ের মাঠ কি চমৎকার ।।
চিড়িয়াখানা জাদুঘর, মণিমঠ হলের ঘর
খিদিরপুরে থরে থরে, ঘাটে বান্ধা ইস্টিমার ।।
ললাটে লাটের বাড়ি, জিহ্বাতে হয় জজ কাচারি
কপালগঞ্জ দুনিয়াদারী, জালাল উদ্দিন কহে সার ।।