জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৩২

খাসপে জালাল রুহে কামাল, আলেফ আল্লা এক জায়গায়
খুদি না জাগাইলে খোদা চিনবার কিছু নাই উপায় ।।
আমি তুমি বলছি কারে, পাইলামনা সেই পরিচয়
ঠিকের হিসাব ধরে নিলে, আমি যে আর কিছুই নয়
কোলে নিয়া কুলেতে রয়, দুনিয়াই ঘেরাও মমতায় ।।
যেখানে রয় ক্ষুধা তৃষ্ণা, তার উপরে মন কানা
খোদা বদ্ধ খুদির মায়ায়, দুধে রহে মাখন ছানা
কাঁচা লোহায় শান ধরে না, পাখাল ভরতে যাই কোথায় ।।
পীরের কাছে গেলে পরে, পাখালের নাই আলাপন
আজ দিবে কাল দিবে বলে, ঘুরাইয়া নেয় এ জীবন
করলে আত্মসমর্পণ শেষে টাকা পয়সা চায় ।।
নিজকে নিয়া এশকি টান, মন রাখ তার পিপাসু
দমে দমেই জপতে থাকো আল্লাহু আল্লাহু
তাহলে তোর নিজের রুহু দেখা দিবে নিরালায় ।।