জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৯৩

মনের দুঃখ কইনারে বন্ধু, রেখেছি মোর অন্তরে
দুঃখের বোঝা বইলাম কত, সারা জীবন ভইরা রে বন্ধু ।।
নদীর পাড়ে কইলে কথা, পানি যায় উজাইয়া
হায়রে পানি যায় উজাইয়া
তরুতলে কইলে কথা, ও তার পত্র যায় ঝরিয়া রে বন্ধু ।।
তোর লাগি পাগল আমি, জানে দেশের লোকে
হায়রে জানে সকল লোকে
পাষাণ হয়ে মাইলে ছুরি, মুই অভাগীর বুকে রে বন্ধু ।।
আগে যদি জানতাম রে তোর প্রেমে পোড়ে হিয়া
হায়রে প্রেমে পোড়ে হিয়া
একদিনে পুড়াইতাম দেহ, চিতার আগুন দিয়ারে বন্ধু ।।
পুড়তে পুড়তে মাটি সনে মিশতাম পোড়া ছালি
হায়রে মিশতাম পোড়া ছালি
জালালে কয় না সহিতাম লোকের গালাগালি রে বন্ধু ।।