জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১০

সদায় তোমার নামটি শুনি, ওহে ধনী
সারাটা জগৎ জুড়ে ।।
কোথায় বা থাকো তুমি অন্তর্যামী
জগৎস্বামী কই তোমারে
আমায় তুমি কোলে লয়ে আছো বয়ে
আমার কোলেই জনম ভরে ।।
তুমি বা কে, আমি বা কে, কোথায় থেকে
পথ দেখাইয়ে অন্ধকারে
ফেলে দেও এই কি ধারা ? বুদ্ধিহারা
এক্কেবারে করছো মোরে ।।
লাগছে বিষম ঠেলাঠেলি, যার তার বুলি
বলছি সবেই সমস্বরে
আমি তুমি আসল নকল, কথায় কেবল
আলেক সাঁই বলছি তোরে ।।
যে করে এই ভুল সংশোধন, সে মহাজন
শমন এলেও যায়গে দূরে
পেয়ে শুধু নরাকৃতি, পশুবৃত্তি
জালাল পাগলার মনটা ঘুরে ।।