ন্যায়ে থাকো সত্য রাখো, ধর্ম রক্ষা তারেই কয়
বিশ্ব বোধের ধর্মে দেওগে মানবত্বের পরিচয় ।।
মিথ্যাটাকে দেও বিসর্জন, সত্য সেবায় রাখো জীবন
হিংসা হতে আপনি আপন, থাকবে সরে সব সময় ।।
কুচিন্তা না আসলে মনে, পাপ হবে তার কি কারণে
যেতে হয়না জঙ্গল বনে, আপন ভাবে যদি রয় ।।
দেখছি সব খোজ করিয়া, আসল ধর্মে বিদায় দিয়া
গেছে মানুষ দল পাকাইয়া, দিলো হিংসার পরিচয় ।।
গাছের আগায় জল যে ঢালে, গোড়া কাটার থাকেই তালে
বুদ্ধিহারা হলেম হালে, জালাল পায় যে পাছের ভয় ।।