মিথ্যা যখন এই পৃথিবী, তখন হেথা কীসের ভয়
দূর করে দেও ভাবনা যত, কোনো কিছুই সত্য নয় ।।
রাজা রাজ্য মিথ্যা সবে, কেউ নাহি রহিলো ভবে
দু চার দিনের জন্য তবে, মানুষ হয়ে দেই পরিচয়
কোথায় রবে সিংহাসন, কই থাকিবে বাসভবন
চলে যাবে জন্মের মতন, কালেতে সব করিবে লয় ।।
নাহি কোনো পীর আওলিয়া, সবেই গেলো আজ চলিয়া
সমাধি তার রইলো পড়িয়া, দেখলে ভক্তি হয় উদয়
কেহই যে আসেনা হেথা, বলেনা আর কোনো কথা
কাছে গেলে নোয়াই মাথা, মান্য করি অতিশয় ।।
খুদি খোদা আছি একসাথ, আর যত সব মিথ্যা বাত
তারে লইয়াই দিনে রাত, মাখামাখি সব সময়
আমি যাবো, সেও তো যাবে, এক সময়ে, একই ভাবে
জালালে কয় ভবার্ণবে, চিন্তা নাই আর কোনো বিষয় ।।