আমায় লইয়া মস্ত হইয়া করেছো বেশ রঙ্গের বড়াই
মুই বিনে তোর কে আছে আর, হিসাব করে দেখছোনি তাই ।।
মরতে গেলে তুমিই মুর্দা, ঢেকেছো শরীয়তের পর্দা
খুদি না জাগাইলে খোদা চিনবার কোনো উপায় নাই ।।
যদি আমি নাহি থাকি, তোমারে কেউ ডাকবে নাকি ?
কায়া ছায়া কেবল ফাকি, বাতাসেতে খেলাও লাই ।।
কার সনে তোর মন না মিশে, আমার সনে খেলাও এসে
খেলা যদি ভাঙ্গি শেষে, কোথায় গিয়ে লইবি ঠাই ।।
ব্রহ্মাণ্ডে তুই ঘুরলি কত, স্থান দেয়না কেউ থাকবার মতো
জালাল উদ্দীন নিজে হত, হৃদে তোরে যখন পাই ।।