জানিনা কই যাবো আমি, হায় বন্ধুয়া রে
তুমি আজ তরাইয়া নেও আমারে ।।
মহাজনের ধন লইয়া বেপারেতে আসিয়া
ঘাটেতে বান্ধিলাম তরী, ও বন্ধুরে
আমারে ফেলিয়া মাঝি গেলো পলাইয়া
এখন আমি কি করি উপায় বন্ধুয়ারে ।।
এই কূল ভাঙ্গিয়া পড়ে, সেই কূলেতে চরা পড়ে
দুই কূল আমার গেলো বন্ধুরে
কপালেরই কিবা ফেরে, রইতে না পারিলাম ঘরে
সকল গেলো তোমারই আশায় বন্ধুয়া রে ।।
চিনিতে চিরতা দিয়া, দুধে ছাই মিশাইয়া
আসলের হইলো বিনাশ বন্ধুরে
মাছের আশায় ডুইব্যাছিলাম, পানি খাইয়া পেট ভরিলাম
জালালে কয় প্রাণের আশা নাই বন্ধুয়া রে ।।