ভবের মজা খাইতে গিয়া, সব ভুলিয়া
আছোরে মন বেহুশিয়ারে ।।
কে হয় তোমার, তুমি বা কার, বলছো আপন যারে তারে
বিশ্বাস করে সব লুটাইয়া, আপনা থুইয়া
ঘুরে বেড়াও আজ দ্বারে দ্বারে ।।
আছেরে শমনের দায়, যাবে কোথায়, প্রাণ যাবে তার হুহুংকারে
থাকবেনা আর বাহাদূরী, ছল চাতুরী
ভেঙ্গে যাবে এক্কেবারে ।।
মজিয়া কামিনীর সঙ্গে, কাম তরঙ্গে, মূলধন গেলো ব্যাভিচারে
হিসাব নিয়া খোলো আঁখি, ওয়াশিল বাকী
কত বা তুই দিলে কারে ।।
সাইনবোর্ড দিয়া নাম বাড়াইয়া, দোকান সাজাও রাস্তার ধারে
জালালে কয় বুঝবে একদিন খুবই কঠিন
সময় তোমার আসতেছে রে ।।