তোমরা ছুইয়ো না কেউ আমার গায়
ডুব দিয়াছি, ভাসবোনা আর অকূল দরিয়ায় ।।
আমার বন্ধু নাই দেশে, মরি প্রেমের বিষে
প্রেম নদীতে জোয়ার ভাটা আসে আর যায়
মরণমাত্র আছে বাকী, তাহারই বিরহ জ্বালায় ।।
আছে প্রিয়ে যাহার ঘরে, কতই খেলা করে
আনন্দে বিভোর হইয়া রজণী পোহায়
এই পোড়ামুখ লোক সমাজে, দেখাইতে না মনে চায় ।।
পোড়া অন্তরে নাই সুখ, না দেখে তার মুখ
কত আর ফাড়িবো বুক, দূরান্তর আশায়
পাড়ার লোকে আমায় দেখে কত মন্দ কয় সদায় ।।
পাগল জালাল উদ্দীন কয়, যার বন্ধু যেবা হয়
মাঝে মাঝে দেখা দিয়া পরাণ জুড়ায়
আমার কর্মফলে নাহি মিলে, পড়ে থাকতাম রাঙা পায় ।।