জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৫৮

ও মন, করলেনা নিকাশের খবর, গেলোরে দিন বিফলে
এক দুই করে দিন ফুরালো, সাধন করবে আর কোন কালে ।।
দেহ রাজ্যের শান্তিরক্ষা করিবার লাগিয়া
ঘৃত মধু খাইলে কত, খুবই পেট ভরিয়া
সুখ শান্তি তোর কারে দিয়া, দম থাকতে তাই না ভাবিলে ।।
আত্মা রুপে খোদা প্রতি ঘটের মধ্যেই রয়
খুদি খোদা নয়রে জুদা, পরম ঈশ্বর হয়
কিসে লবে তার পরিচয়, দিন থাকতে না চিনতে গেলে ।।
পাঁচেতে পাঁচ মিশবে যখন, থাকবে কোথায় গিয়া
দশ ইন্দ্রিয় কাঁদবে সেইদিন আত্মাতে হারাইয়া
ত্রিবেণীর মোহনা বাইয়া, সবেই তখন একত্রে মিলে ।।
সত্ত্ব গুণে হয় দেহ সৃষ্টি, রজ গুণে পায় জীবন
তম গুণের তামস লীলায়, ভরলো এই ত্রিভুবন
করতে জালাল সেই নিরুপণ, দিন থাকতে না তালাশে গেলে ।।