দয়াল মুর্শীদের বাজারে
কেউ করিছে বেচাকেনা, কেহ কাঁদে রাস্তায় পড়ে ।।
লা শব্দে পাল্লা ধর, এলাহা কে ওজন কর
ইল্লাল্লা চাপা রাখ, হৃৎপিণ্ডের ভিতরে
ইমান পাথরের ডাণ্ডি, নামাইওনা তারে
ওজনেতে মিল হইলে, মহাজনে খরিদ করে ।।
পঞ্চরশি পাল্লায় আটা, করিওনা ডাণ্ডি কাটা
মাইর খাইবে, প্রাণ হারাবে, নিবে নিলাম করে
বেহুশের বন্দেগী নাই এই ভবপুরে
আল্লা রছুল প্রেমে বাধা, মুর্শিদের পেশানি পরে ।।
বাজারে শক্ত বিচার, শোনরে ভাই সব দোকানদার
করো যদি ব্যাভিচার, যাবে আইনের ঘরে
জালালউদ্দিন তহবিল মারা, পুজি নিলো চোরে
সেই তালাশে পাগল বেশে, গিয়েছে হাওলাপুরে ।।