জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৪১

মন তুই পড়গে চরণ তলে
যারে ভজলে গয়া কাশী, তীর্থ বারানসী মিলে ।।
মোসলমানের বায়তুল্লা, সেইখানে বিচারের পাল্লা
আল্লা আর রছুলের খেলা, আদমে যোগ মিলে
হিন্দুরা কয় ত্রিবেণীর ঘাট, স্নান করে তার জলে
স্নান করিয়া শুদ্ধ হইয়া, মুক্তির আশা ভূমণ্ডলে ।।
অধো ভাণ্ডে রাখিয়া, উর্দ্ধ ভাণ্ডের ধন খাওয়াইয়া
শিশুকালে পালন করে লইয়ে যেজন কোলে
ঘরে থাকে এক রমণী, সেই দূষিত মিলে
বিয়ে করে ঘরে এনে, পায়ের ধূলা কেন বানাইলে ?
বেদ কোরাণে আছে জানা, গোপনতত্ব জানতে দেয়না
ভাবুক বিনে কেউ বোঝেনা, বৈরাগ্যে না গেলে
এক ডুবেতে ভবের পাড়ি, জালাল উদ্দিন বলে
ব্যাপারের ভাউ না পেয়ে, লাভে মূলে সব খোয়াইলে ।।