আমার অল্প বয়সের বন্ধুরে
তোরে বানাবো গলের মালা ।।
নয়নের পুতুলি তুমি, মন করেছো উতালা
পাইলে তোরে কইতাম কথা, বসিয়া নিরালা রে ।।
প্রেম শিখাইলা প্রাণের বন্ধু, পাইয়া অবলা
উপরে পড়ি সোনার গয়না, ভিতরে ছাই কালা রে ।।
যেদিন হইতে প্রেমের বাকসে দিয়ে গেছো তালা
হাতে তুইল্যা মাথে লইছি, শ্যাম কলঙ্কের ডালা রে ।।
আষাঢ়ে উৎপত্তি পানি, ভরছে নদীনালা
তরী আমার ঘাটে বান্ধা, সয়না যৌবন জ্বালা রে ।।