জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৩৪

আত্মায়ে রসুল হিন্দে কাওয়াল, গৌসল আজম সাঞ্জারি
সোনার মানুষ মঈন উদ্দিন, স্নেহ দয়ার ভাণ্ডারী ।।
আলা নূর নূরী অংশে, হাসান ও হুসেন বংশে
উম্মুলওয়ারা গিয়াস উদ্দিন, মাতাপিতা তোমারই ।।
বান্ধিয়া যাদুর পাথর, শুকাইলা আনা সাগর
স্বপ্নযোগে পেয়ে খবর, করলা ইসলাম দ্বীন জারি ।।
নাসির উদ্দিন চেরাগ দিল্লি, ফকর উদ্দিন ফানাফিল্লি
কদমে খাদেম ওলি চিশতি, পিরাণ গর্দ্দেজি ।।
শিবলির চেলা মনসুর হাল্লাজ, শরীয়তে হয়ে নারাজ
জীবন্ত রয়েছেন শুয়ে, কাছে জুনেদ বাগদাদী ।।
হাজী শরীফ জিন্দাগি, ওহদ উদ্দিন কিরমানি
চুমি কদম ইব্রাম আদাম, বুরহান উদ্দিন চিশতারি ।।
মিরা হুসেন মামুদ আসান, দরগায়ে তাগান তুগান
চার ইয়ারি মরা জিন্দান, শামস উদ্দিন মাজ্বারি ।।
সালাম দরুদ পাক রুহানে, ফয়েজ দিদার চাহে প্রাণে
জালাল উদ্দীন এ জীবনে, আছে দয়ার ভিখারি ।।