জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৩৬

আমি তুমি কে কয় কারে, গিয়া সে বিচারে
ভেবে কোনো আর কূল পেলেম না
মিছে ধাধায় পড়ে জনম ভরে, ডাকাডাকি আর দূর হলোনা ।।
প্রমাণে না পাই, তুমি আছো কিবা নাই
দরশে পরশে কিছুই মিলেনা
অস্তিত্ব বিহনে স্থিতি রয় কেমনে, যুক্তি ছাড়া উক্তি মানতে পারিনা ।।
এলিয়ন সাদ্দাই এলো এলোহিম
আল্লা হরি করিম রহিম গড মানিনা
মানুষে রাখিয়া নাম, ডেকে গেলো অবিরাম, কেউ কিছু আর পেলোনা ।।
অখণ্ড এই মণ্ডল, ব্যাপীত সকল
যদি তাই হলো তবে তুমি কিছুনা
পুরুষ প্রকৃতি তা হতে সব উৎপত্তি, সূর্য রুপেতেই হবে ঠিকানা ।।
যদি তুমি রয়েছো, জীবের ঘটেই আছো
নামে নামেই দেখি ভিন্ন নমুনা
আমার মধ্যে তুমি, তোমার মধ্যেও আমি
তুমি বিনে আর আমি কিছুনা ।।
দর্শন বিজ্ঞানে বেদাদি কোরাণে
মানুষের জ্ঞানে সব করেছে কল্পনা
কল্পনা যার মূল, আসলেতে ভুল
আবোলতাবোল কিছুই বুঝিনা ।।
থাকতে জীবন এই দেহে, পড়ে আছি মোহে
খুদি আমার খোদা কহে, নামটি ছাড়লোনা
জালাল উদ্দীন বলে, দিন যায় চলে
প্রেমের আগুন জ্বেলে দিতে পারলাম না ।।