কর্মফল ভোগের তরে, এই ভব সংসারে
বারে বারে জীবের জন্ম হইতেছে ।।
বেশতো দোজখ দুনিয়ায়, প্রমাণে তাই বোঝা যায়
আমার মনে সর্বদায় জেগে উঠিতেছে
কেউ বা হয়েছে রাজা, কেহ বা রয়েছে প্রজা
মানুষে মানুষের বোঝা সদায় বইতেছে ।।
কাহারও ভিক্ষা সার, ঘুরে ফিরে দ্বারে দ্বার
পঁচা ভাত নর্দমায় তুলে খাইতেছে
বসে কেহ সিংহাসনে, যখন যাহা লয় মনে
কত শান্তি রাত্রদিনে টেনে আনতেছে ।।
নিরাকৃতি নিরাকার, অখণ্ড মণ্ডলাকার
এই ভবে আমার আমার কেবা কইতেছে
জন্ম জীবন কার্যভার, গাথিয়া সেই কর্ম হার
দুনিয়াতে আসা যাওয়ার খেলা পেতেছে ।।